খুলনায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আরও দুই আসামিকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মুশতাক আহমেদ জানান, খুলনার শিরোমনি এলাকার বাসিন্দা সুমন ও আলামিন মল্লিককে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেপ্তার করেছে তারা।
এ ঘটনায় জড়িত সন্দেহে মোট পাঁচ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় ধর্ষণচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
গত ১৮ মার্চ রাতে নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজের সামনে দিয়ে ভুক্তভোগী ও তার স্বামী সিএনজিযোগে যাচ্ছিলেন। এ সময় চার জন তাদের গতিরোধ করে। পরে দম্পতিকে ওই গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীর হাত বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে।
আরও পড়ুন: নাটোরে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার
শনিবার রাতে গ্যারেজের মালিক কামরুলকে আটক করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার সাগর ও শাকিলকে আটক করা হয়।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সুমন ও আলামিনকে আটক করে পুলিশ। তবে প্রধান আসামি জীবন এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।