গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে পুলিশের উপর হামলা করে ৩ বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে এই ঘটনা সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, মহিমাগঞ্জে বিএনপির ডাকা হরতাল সফল করতে মহিমাগঞ্জ সুগার মিল এলাকায় বিএনপি নেতা-কর্মীরা জড়ো হয়ে পিকেটিং করতে থাকে। এ সময় বিএনপি নেতা আবু সুফিয়ান সুজাসহ ৩ বিএনপির নেতাকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: গাইবান্ধায় শিশু হত্যার আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ
তিনি আরও জানান, এসময় বিক্ষুদ্ধ বিএনপি কর্মীরা আটকদের ছেড়ে দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে এবং পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আটক বিএনপির তিন নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়।
তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা পুলিশের উপর হামলা করে ৩ জনকে ছিনিয়ে নিয়েছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত