গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কেও উপজেলার পান্থপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনায় নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী ফেনির ফুলগাছি থানার দামুড়া গ্রামের মৃত হাজী আব্দুল মান্নানের পুত্র আবুল বাশার (৬০) ও প্রাইভেটকার চালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকার হক মিয়ার পুত্র মো. মিজান।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার থেকে লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হস্তান্তর করেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, গুড়ি গুড়ি বৃষ্টির সময় রংপুরগামী প্রাইভেটকার রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারে থাকা দুই যাত্রী গাড়িতেই আটকা পড়েন চালক ও আরোহী মারা যায়। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতদের লাশ থানায় রয়েছে। তাদের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে।
দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় আনা হয়েছে।