জেলার শ্রীপুরে এক নারী পোশোক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উদ্ধার করা আইরিন (৩০) রংপুরের মিঠাপুকুর থানার তালতলা ভবানীপুর এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
আইরিন একটি পোশাক কারখানায় অপারেটর পদে এবং স্বামী উজ্বল মিয়া গ্রেটওয়াল সিরামিক্স কারখানার লোডার পদে চাকরি করেন।
আরও পড়ুন: দীঘিনালায় সাবেক ইউপিডিএফ’র সদস্যকে কুপিয়ে হত্যা
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরশাদ মিয়া জানান, বছর দেড়েক আগে আইরিন ও কারখানা শ্রমিক উজ্জলের বিয়ে হয়। প্রায় আট মাস আগে এ দম্পতি উপজেলার গিলারচালা এলাকায় রতন মিয়ার বাড়িতে ভাড়ায় উঠেন। বিয়ের বছর খানেক পর স্ত্রী জানতে পারে উজ্জলের আরেকজন স্ত্রী রয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি দেখা দেয় এবং তাদের মধ্যে পারিবারিক ও দাম্পত্য নানা বিষয়াদি নিয়ে কলহ লেগেই থাকতো।
আরও পড়ুন: চট্টগ্রামে যুবককে গলাকেটে হত্যার অভিযোগ
এসআই বলেন, ঘটনার দিন শনিবার দুপুরেও তাদের মধ্যে কলহ হয়। পরে বিকালে প্রতিবেশিরা ঘরের ভেতরে খাটের উপর আইরিনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সন্ধ্যায় মরদেহ উদ্ধারের পর লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন।