গাজীপুরে দু’মাসের বকেয়া বেতন ভাতা আদায়ের দাবিতে পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এতে করে দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দূর্ভোগে পড়েন যাত্রীরা।
স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের সলনা এলাকায় অবস্থিত শ্যামলী গার্মেন্টস কারখানার শ্রমিকরা তাদের গত মাসের বেতন ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। দুপুর ৩টার দিকে শ্রমিকরা সড়কে নেমে আসলে শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিপুলসংখ্যক পুলিশ নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। এরপরও বিকাল ৫টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান করায় দুই দিকে আটকা পড়ে শত শত যানবাহন। যাত্রীরা বাধ্য হয়ে দীর্ঘ পথ পাড়ি দেন পায়ে হেঁটে।
শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল মোতালেব জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কারখানার শ্রমিক ও মালিক পক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।