গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে কুদ্দুস খান নামে আরও একজনর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।
শনিবার (৩০ মার্চ) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
কুদ্দুস খান লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উত্তর মসরাত মেদেতী গ্রামের মো. সুরুজ আলী খানের ছেলে।
নিহত ১৭ জন হলেন-
সোলাইমান মোল্লা, মনসুর আলী, শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম, মোতালেব, মো. সোলায়মান, রাব্বি, তাওহীদ, ইয়াসিন, মশিউর রহমান ও কমলা খাতুন, নাদিম, লালন মিয়াসড় এবং কুদ্দুস খান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, কুদ্দুসকে গাজীপুর থেকে ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। আজ শনিবার ভোরে তিনি মারা যান। চিকিৎসাধীন থাকা আরও সাত থেকে আটজনের অবস্থা আশঙ্কাজনক।