রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর উদ্ধার অভিযানে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি কুকুরকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান জানিয়েছেন, বাংলাদেশে প্রথমবারের মতো র্যাবের ডগ স্কোয়াডের সদস্য ‘চিতা’ তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য র্যাব মহাপরিচালক পুরস্কার পেয়েছে।
আরও পড়ুন: আখাউড়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২
তিনি বলেন, এর আগে গত ৭ মার্চ ভয়াবহ বিস্ফোরণের পর র্যাবের ডগ স্কোয়াডের তিনটি দল এলিট ফোর্সের অন্যান্য সদস্যদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয়।
ইমরান খান আরও বলেন, ক্ষতিগ্রস্ত ভবন থেকে তিনটি লাশ উদ্ধারে কুকুরটির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এর আগে, ৭ মার্চ রাজধানীর গুলিস্তান এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের কাছে ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হন।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে পাগলা কুকুরের কামড়ে আহত ২০
পরিবেশের ভারসাম্য রক্ষায় সেন্টমার্টিন থেকে কুকুর পুনর্বাসনের উদ্যোগ, প্রাণিবান্ধব সংগঠনের বাধা