সাতক্ষীরা উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের রেশ এখনো কাটেনি।
বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে দমকা হাওয়া বইছে।
এদিকে, ইয়াসের প্রভাবে সৃষ্ট প্রচণ্ড জলোচ্ছ্বাসে সাতক্ষীরার ৪৪ পয়েন্টে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শ্যামনগরে ২৪টি, আশাশুনিতে ১২, কালিগঞ্জে পাঁচ ও দেবহাটায় একটি পয়েন্ট রয়েছে। বুধবার বিকাল থেকে ক্ষতিগ্রস্ত এসব বেড়িবাঁধ স্থানীয় লোকজন সংস্কারের চেষ্টা অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে ইয়াসের প্রভাবে ১৬ গ্রাম প্লাবিত
সংশ্লিষ্টরা জানান, ইয়াসের প্রভাবে কারণে সবচেয়ে ক্ষতি হয়েছে মৎস্য শিল্পে। কয়েক হাজার চিংড়ি ঘের ভেসে নদীর সাথে মিশে গেছে। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি স্থানীয় প্রশাসন।
ইয়াস অতিক্রম করার সময় নদীতে ৮ থেকে ৯ ফুট পানি বৃদ্ধি পায়। তবে বুধবার বিকালে নদীতে ভাটার টানে প্রচুর পরিমাণ পানি নেমে গেছে। ফলে রাতে জোয়ারের পানি ৩ থেকে ৪ ফুট কমে গেছে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা নদীতে দ্রুত পানি কমে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন।
অপরদিকে, ইয়াসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্যামনগর উপজেলার কৈখালী, গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, মুন্সগঞ্জ ও রমজাননগর ইউনিয়ন এবং আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রিউলা ইউনিয়ন। বুধবার দুপুরে ইয়াস অতিক্রম করার সময় জলোচ্ছাসে বেড়িবাঁধ ভেঙে ও উপচে বিস্তিন্ন এলাকা প্লাবিত হয়। এদিন রাতে শ্যামনগর উপজেলার ২৮টি আশ্রয় কেন্দ্রে প্রায় আড়াই হাজার মানুষ আশ্রয় নেয়। তাদের অধিকাংশের বাড়িঘর পানিতে ধসে পড়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছে অনেকেই।
খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ আশ্রয় কেন্দ্রে রাতে খাবার পৌঁছায়নি। খাবার পানির তীব্র সংকট দুর্গত এলাকায়। এই মুহূর্তে দুর্গত এলাকায় খাবার পানি ও শুকনো খাবারের প্রয়োজন।
আরও পড়ুন: 'ইয়াস' মোকাবিলায় জনপ্রতিনিধিদের প্রস্তুত থাকার নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, যে সমস্ত এলাকায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামতের জন্য বুধবার বিকাল থেকে কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার অনেক মানুষকে সংস্কার কাজে লাগানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অধিকাংশ জায়গায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার সম্ভব হবে বলে আমরা আশা করছি।
তিনি জানান, এ পর্যন্ত ২ কোটি ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ১৬৩ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। বৃহস্পতিবার শুকনো খাবার বরাদ্দ আসার কথা রয়েছে।