বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের অবরোধ কর্মসূচির নামে নাশকতা নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে বুধবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর ১৯টি স্থানে শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, জনগণের জানমালের নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ গ্রহণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অযৌক্তিক অবরোধের প্রতিবাদে নগরীর ১৯টি স্থানে দিনভর শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অবরোধ: ১৪টি অগ্নিসংযোগ
স্থানগুলো হচ্ছে- নগরীর দারুল ফজল মার্কেট চত্বর, কাটগড়, সল্টগোলা ক্রসিং, বাদামতলী, বহদ্দারহাট, নয়াবাজার, একে খান, সিটি গেইট, ওয়াসা, মুরাদপুর, কাপ্তাই রাস্তার মাথা, অক্সিজেন, আমান বাজার, মতি টাওয়ার, বাকলিয়া এক্সেস রোড, নতুন ব্রিজ, আন্দরকিল্লা ও দেওয়ানহাট মোড়।
শান্তি সমাবেশগুলোতে দায়িত্বপ্রাপ্ত নগর, থানা, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতা-কর্মীদের অংশ নিতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন আহ্বান জানিয়েছেন।