চট্টগ্রামের সাতকানিয়ায় দায়িত্বরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট পুলিশ বক্সের আওতায় দায়িত্ব পালনকালে তিনি মারা যান।
নিহত কনস্টেবল মো. বোরহান উদ্দীনের (৫৫) বাড়ি ফেনীতে।
আরও পড়ুন: গেন্ডারিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাইট ম্যানেজারের মৃত্যু
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, মো. বোরহান উদ্দীন প্রতিদিনের মত আজ সকাল থেকে সড়কে দায়িত্ব পালন করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ মাথা ঘুরে সড়কে পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বোরহান উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ওয়াসিম ফিরোজ বলেন, বোরহান উদ্দীনের লাশের সঙ্গে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও পুলিশের কর্মকর্তারা আছেন।
তিনি আরও বলেন, লাশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে আনা হবে, সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। পরে লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন: রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু