তাদের অভিযোগ বেতন ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রেখে উধাও হয়ে গেছেন কারখানার মালিক।
আরও পড়ুন:বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ
সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক'শ শ্রমিক।
আন্দোলনকারী পদ্মা ওয়্যারস লিমিটেডের শ্রমিক মো. পারভেজ সাংবাদিকদের বলেন, গত মাসের বেতন, ছুটির টাকা এবং চার বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকা না দিয়ে উল্টো কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এ নিয়ে আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।
আরও পড়ুন:ঝিনাইদহে বকেয়া বেতনের দাবিতে পাটকল শ্রমিকদের মানববন্ধন
এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার নূর মোহাম্মদ মানিক বলেন, গত ফেব্রুয়ারি মাসের বেতন ছাড়া কোনো বেতন বকেয়া নেই। তাদের আন্দোলন অযৌক্তিক। তবে কয়েকদিন ধরে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে পারছি না। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তিনি বলেন, প্রতিষ্ঠানটি বেপজার অধীনে। শ্রমিক নেতাদের নিয়ে বেপজা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। বেপজা কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছেন কারখানা বন্ধ রাখতে। এর মধ্যে মালিকের কোনো সন্ধান না মিললে বেপজা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।