চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিনকে না পেয়ে তার ছোট ভাই কাজী নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ ডিসেম্বর) বিকালে তাকে একটি ‘মিথ্যা’ নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
নাজিম উদ্দিন কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নন এবং তিনি একজন ক্রীড়াবিদ বলে পরিবার সূত্রে জানা গেছে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া গ্রামের বাড়িতে কাজী সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ছাত্রদল সেলিম বাড়িতে ছিলেন না। তাকে না পেয়ে তার ছোট ভাই কাজী নাজিম উদ্দিনকে ধরে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন: আমানসহ ৪৫ জনের বিচার শুরু, রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সোমবার (৪ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কাজী নাজিম উদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত ক্রীড়াবিদ।
তবে পুলিশ বলছে, তিনি নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি। তাকে সম্প্রতি ঘটে যাওয়া একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
নাজিম উদ্দিন ক্রীড়াবিদ নিশ্চিত করে সীতাকুণ্ড ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর ক্রীড়াবিদ ফজলে এলাহি বলেন, নাজিম রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত। এ ছাড়াও চট্টগ্রাম ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত আম্পায়ার ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, কাজী নাজিম উদ্দিন সম্প্রতি ঘটে যাওয়া নাশকতা মামলার সন্দেহজনক আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেটে বিএনপি ও যুবদলের ২ নেতা গ্রেপ্তার
২৮ অক্টোবর থেকে রাজনৈতিক সহিংসতা- নাশকতার অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার ৮২০