বিএনপি ও অন্যান্য সমমনা দলের পালিত দেশব্যাপী অবরোধ ও হরতাল চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার (৩ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতা-কর্মীসহ আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন হলেন- মানিকগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পাবেল হোসেন এবং ঢাকার কদমতলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম সোহাগ।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান জানান, মানিকগঞ্জের ঘিওর ও ঢাকার কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ৩ দিনে ১১টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে: ফায়ার সার্ভিস
২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় এ পর্যন্ত মোট ৮২০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এদিকে, সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৪১টিসহ র্যাবের ৪৩৫টি টহল দল সারাদেশে মোতায়েন করা হয়েছে।
এলিট ফোর্স দেশের বিভিন্ন স্থানে টহল দিয়ে যাত্রী ও পণ্য পরিবহন, দূরপাল্লার গণপরিবহন এবং পণ্যবাহী পরিবহনের নিরাপত্তা দিচ্ছে।
এ ছাড়া যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা ঠেকাতে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।
আরও পড়ুন: নবম দফার অবরোধ: ১৬২ প্লাটুন বিজিবি, ৪৩৫ র্যাবের টহল দল মোতায়েন