চট্টগ্রামের কর্ণফুলি নদী পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ ব্যবসায়ী মো. বাহারুল আলম বাহারের (৬২) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকালে শাহ আমানত সেতুর নিচ থেকে তার লাশ পাওয়া যায়। পরে নগরীর সদরঘাট নৌ-থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: চাঁদপুরে আ.লীগ নেতা হত্যায় সন্দেহভাজন কিশোরের ‘আত্মহত্যা’
ব্যবসায়ী মো. বাহারুল আলম বাহার চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক। ভোলার দৌলতখান এলাকার মৃত বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে বাহারুল। দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, স্থানীয়রা সকালে লাশ ভাসতে দেখে খবর দেয়। এরপর শাহ আমানত সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য- গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ২টায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফেরার জন্য সদরঘাটে গিয়ে নৌকায় ওঠার সময় ব্যবসায়ী বাহার পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে খবর পেয়ে নদীতে তল্লাশি শুরু করে নৌ-পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরীরাও তল্লাশি চালায়।
আরও পড়ুন: চাঁদপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা