চট্টগ্রামের ফটিকছড়িতে ফেনসিডিল বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাজ্জাদ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল। এ সময় তার কাছ থেকে ৭৪ বোতল ফেনসিডিল জব্দ করা্ হয়।
বুধবার (১৮ অক্টোবর) উপজেলার ভূজপুর থানার চিকনছড়া এলাকা থেকে স্থানীয় জনতা ওই কনস্টেবলকে ফেনসিডিল জব্দসহ আটক করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: র্যাব
আটক সাজ্জাদ হোসেন খাগড়াছড়ি জেলার রামগড় থানায় কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানা গেছে। তার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রামের বনরুপা আবাসিক এলাকায়।
ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজ্জাদ হোসেন নামের এক যুবককে স্থানীয়রা ৭৪ বোতল ফেনসিডিল জব্দসহ আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে।
তিনি জানান, পরে খবর পেয়ে আমাদের ডিউটি টিম সেখান থেকে তাকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তিনি রামগড় থানায় কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানিয়েছেন।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাজ্জাদ মঙ্গলবার রাতে ডিউটির পর থেকে থানায় উপস্থিত ছিলেন না।