চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের ভবনের সামনে নালার কাজ করার সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে সেফটিক ট্যাংক থেকে ২ শিশুর লাশ উদ্ধার
আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ফাহাদ, জহির, মাসুম ও নয়ন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নালায় কাজ করার সময় বিস্ফোরণজনিত দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সবার অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: সেফটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে নওগাঁয় শ্রমিক নিহত