চট্টগ্রামে বিএনপির অঙ্গ সংগঠন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ ১০ নেতাকর্মীকে আটক করেছে।
স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে আনন্দ মিছিল বের করলে পুলিশ মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে বুধবার (২৭ অক্টোবর) বিকালে নগরীর কাজীর দেউড়ির নাসিমন ভবনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা, নিহত ২
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেছিলাম। এ সময় পুলিশ গুলি-টিয়ারশেল নিক্ষেপ করে। আমাদের ওপর বিনা কারণে পুলিশ গুলি-টিয়ারশেল নিক্ষেপ করেছে। আমাদের সদস্যসচিব জমির উদ্দীন মানিকসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমাদের আহ্বায়ক মনজুর আলম তালুকদারসহ একাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, নেভাল মোড়ে হঠাৎ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল শুরু করে। এসময় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা পুলিশের ওপর চড়াও হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। পরে পুলিশ দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদারসহ ১০ জনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: মধুপুরে ট্রাকে মাইক্রোর ধাক্কা, ধর্ষণ মামলার আসামিসহ দুই পুলিশ নিহত