চট্টগ্রামে পাঁচ মাসের বকেয়া বেতন না দিয়েই দীপস অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকার মেরিন ড্রাইভ সড়ক ও নতুন চাক্তাই করে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে কারখানাটির শ্রমিক ও কর্মচারীরা।
আন্দোলনকারীরা জানান, মালিকপক্ষ শ্রমিকদের না জানিয়ে হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিশ দেখতে পায়।
আরও পড়ুন: রাণীশংকৈলে শিক্ষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
কারখানাটির কয়েকজন নারী শ্রমিক বলেন, আমাদের এখনো পাঁচমাসের বেতন বকেয়া আছে। তার ওপর অন্য কারখানাগুলোতে এখন লোক নিচ্ছে না। জানি না কিভাবে ঘর সংসার সামলাবো।
কারখানা মালিকের বরাত দিয়ে চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী সুপার (এএসপি) মো. সেলিম নেওয়াজ জানান, বর্তমানে পোশাক কারখানাটিতে কোন কাজের অর্ডার নেই। আয় না থাকায় ৬০০ শ্রমিকের বেতন চালাতে হিমশিম খাচ্ছে মালিক। তাই তারা কারখানা বন্ধ করে শ্রমিক ছাটাইয়ের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এতে শ্রমিকরা চাক্তাই রিং রোডে বিক্ষোভ শুরু করে।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের সদস্যরা সেখানে আছেন।
বিষয়টি দ্রুত সমাধানের ব্যাপারে আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি বলেও জানান তিনি।
আরও পড়ুন: শাহবাগে বামজোটের বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জে ‘আহত’ ৩
জ্বালানির মূল্যবৃদ্ধি: নয়াপল্টনে চলছে বিএনপির বিক্ষোভ সমাবেশ