বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) দাবি করেছে, রাজধানীর শাহবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জে জোটের তিন সদস্য আহত হয়েছে। জ্বালানি, সার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জোটটি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী অর্ধদিবস ধর্মঘট পালন করে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি রাজীব কান্তি এ বিষয়ে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বাংলামোটর এলাকা থেকে শাহবাগ মোড়ের দিকে যাচ্ছিলাম। তখন সহকারী জেলা প্রশাসক (রমনা জোন) হারুন-অর-রশিদের নেতৃত্বে প্রায় ৫০ জন পুলিশ হঠাৎ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, এতে আমাদের তিন নেতাকর্মী আহত হয়।’
আহত এলডিএ কর্মীরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।
তবে অনেক সাধারণ মানুষ মিছিলে যোগ দেয়ায় তাদের হরতাল সফল হয়েছে বলে দাবি করেন রাজিব।
আরও পড়ুন:নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের কফিন মিছিল
বামপন্থী রাজনৈতিক দলগুলোর সমর্থিত ছাত্র সংগঠনগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এলিফেন্ট রোড, বাংলামোটর, কাটাবন, নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় অর্ধদিবস ধর্মঘটের সমর্থনে তাদের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা গেছে।
এলডিএ কর্মীরা ঢাবি ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে পল্টনে গিয়ে শেষ হয়।
গত ৫ আগস্ট সরকার ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম যথাক্রমে ৪২.৫ শতাংশ, ৫১.৭ শতাংশ এবং ৫১ শতাংশ বাড়িয়েছে।
বর্তমানে ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন প্রতি লিটার ১৩৫ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। যার ফলে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে।
১৭ আগস্ট দেশের প্রধান বিরোধী দল বিএনপি এলডিএ-র ধর্মঘটে সমর্থন জানায়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।