চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় তিনি মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
রবিবার দুপুর ১২টার দিকে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম আমান উল্লাহ সিকদার (৬২)। তিনি আনোয়ারা উপজেলার বরুমচড়া শিকদার বাড়ি এলাকার বাসিন্দা এবং বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহতের ছেলে ফয়েজ সিকদার বলেন, আমার বাবা সকালে গ্রামের বাড়ি থেকে নগরীর রাহাত্তারপুল এলাকার ব্লুমিং পার্ক সংলগ্ন বাসার উদ্দেশ্যে বের হন। দুপুর ১২টার দিকে তিনি ব্লুমিং পার্ক এলাকায় নেমে সড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতালে দায়িত্বরত পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত একজন বয়স্ক ব্যক্তিকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২