চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার এক স্কুলশিক্ষক সহ দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সীতাকুণ্ড উপজেলা সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর হোসেন (৪০) এবং নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকার বাসিন্দা কমল কন্ট্রাক্টর (৪৫)।
পুলিশ জানায়, নগরীর অক্সিজেন এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা আরোহী কমল কন্ট্রাক্টর (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে তামান্না বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিএমপির পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, দুর্ঘটনার পর সকাল পৌনে ১০টার দিকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন সৌরভ নামের এক ব্যক্তি।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত
তিনি জানিয়েছেন, রিকশায় চড়ে কাজে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন কমল। আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
এদিকে, সীতাকুণ্ডে প্রাইভেটকারের ধাক্কায় আহত মোটরসাইকেল স্কুলশিক্ষক মঞ্জুর হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় নগরীর মেট্টোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নিহত মঞ্জুর বড় ভাই মো. আবছার জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়েছিলেন।
নিহত মঞ্জুর হোসেন সীতাকুণ্ড উপজেলা সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মুরাদপুর মাঝি বাড়ির মৃত হুসেনের ছাপা’র ছেলে।