করোনাভাইরাসের সংক্রামক ঠেকাতে শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে লকডাউন শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান জানান, ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সাতজনসহ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভেতরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই প্রশাসন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরের চারুকলা ইন্সটিটিউট অফিস হতে পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার সিন্ডিকেট সদস্যদের সাথে জরুরি আলোচনার মাধ্যমে লকডাউনের এ সিদ্ধান্ত নেন।
এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বসবাসরত একটি কলোনি লকডাউন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।