ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে চাঁদপুরের করোনা রোগীদের জন্যে ৬০ টি অক্সিজেন সিলিন্ডার ও উন্নত মাস্ক প্রদান করা হয়েছে।
আইইবির সহ-সভাপতি এবং পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইনের সার্বিক সহযোগিতায় এ অক্সিজেন সহায়তা প্রদান করা হয়।
রবিবার দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান হাতে চাঁদপুর সদর উপজেলার জন্যে ২৫ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। বাকি ৩৫টি অক্সিজেন সিলিন্ডারের মধ্যে শাহরাস্তির উপজেলার জন্য ১০টি, হাজীগঞ্জ উপজেলায় ১০টি এবং কচুয়া উপজেলার জন্যে ১৫টি প্রদান করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে নারী করোনা রোগীর ‘আত্মহত্যার’ চেষ্টা!
জেলা প্রশাসক অঞ্জনা খান বলেন, ‘বর্তমানে চাঁদপুরে করোনা পরিস্থিতি ভালো না। আমরা যদি সচেতন না হই,তবে এটি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। বর্তমানে করোনা রোগী বেড়ে যাওয়ায় অক্সিজেনের সংকট চলছে। এ থেকে উত্তরণের ইতিমধ্যে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি পর্যায়েও অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।’
তিনি বর্তমান এ দুর্যোগে থেকে উত্তরণে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন,‘চাঁদপুরের অনেক ধর্নাঢ্য ব্যক্তি রয়েছেন। আমি অনুরোধ করবো, এ দুর্যোগে আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমরা সকলে যদি মানবিক দিক বিবেচনা করে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে এগিয়ে আসি, তাহলে এ সংকট থেকে সহজে উত্তরণ করা সম্ভব।’
আরও পড়ুন: চাঁদপুরে লকডাউনে ফুটবল খেলাসহ আইন ভঙ্গে আটক অর্ধশতাধিক
অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মো. সাখাওয়াত উল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুছ হোসেন বিশ্বাসসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ।
এ কার্যক্রমে আরও সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিবলু।