চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আহনাফ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ আগস্ট) উপজেলার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহনাফ রাজধানী মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকার আজগর আলীর ছেলে।
আরও পড়ুন: ভোলায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, শনিবার মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার সিয়ামের সঙ্গে তাদের বাড়িতে বেড়াতে যান আহনাফ। পরদিন রবিবার মেঘনা নদীতে গোসল করতে যান ৪ বন্ধু। আহনাফ পানিতে নেমে আর উঠেননি। পরে স্থানীয়রা তাকে উঠিয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বন্ধুরা জানান, তিনি সাঁতার জানতেন না। আহনাফ ৩ ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তিনি এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
পরে মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল লাশ থানায় নিয়ে আসে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু