চাঁদপুর শহরে বান্ধবীদেরকে নিয়ে বাড়ির ছাদে সময় কাটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শরীর ঝলসে গেছে এক কিশোরীর। শহরের ওয়ারলেস বাজার এলাকার সোনালী ব্যাংক সংলগ্ন মৃধা বাড়ির ছাদে মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে।
আহত রেবা আক্তার (১৫) ওই বাড়ির লিটন মৃধার মেয়ে।
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে রেবা আক্তার তার দুই সহপাঠীসহ তাদের বাড়ির তৃতীয় তলার ছাদে ওঠে। ওই ভবনের ওপর দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎতের লাইন গেছে।
রেবা বিকেলে ছাদে বান্ধবীদের সাথে সময় কাটানোর সময় অসাবধানতা বশত ওই বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তার শরীরে আগুন ধরে ঝলসে গেলে গুরুতর ভাবে আহত হয় সে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
খবর পেয়ে তার স্বজন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠায়।
চাঁদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা নাজমুল হক ইউএনবি কে জানান, ‘ বিদ্যুৎস্পৃষ্টে অগ্নিদগ্ধ রেবা আক্তারের শরীরের প্রায় ৬০ শতাংশ ঝলসে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ণ ইউনিটে রেফার করেছি।’
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ভাই বোনের মৃত্যু
এদিকে স্থানীয়রা জানান, ওয়্যারলেস সোনালী ব্যাংক সংলগ্ন ১১ হাজার ভোল্টের তার ঘেঁষে ভবনটি নির্মাণ করা হয়েছে। এই ভবনটিতে এর পূর্বেও আরও বেশ কয়েকটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।