চাঁদপুরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় ভাঙ্গারী ব্যবসায়ী মো. আলী (৩৭) কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোর ৩টায় শহরের বিপনীবাগ এলাকায় ভাড়া করা বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. আলী শহরের রহমতপুর আবাসিক এলাকার জামাল শেখের ছেলে। সোমবার দুপুরে পুলিশ আদালতে পাঠালে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, গত (২৫ জানুয়ারি) মো. আলীর ভাড়া করা বাসায় ধর্ষণের এ ঘটনায় রবিবার শিশুটির বাবা নুরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
আরও পড়ুন: নড়াইলে ধর্ষণ মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড
মামলায় উল্লখিত ঘটনার বিবরণে জানা গেছে, ধর্ষণকারী মো. আলী ও শিশুটির বাবা উভয়ই শহরে ভাঙ্গারী ব্যবসায়ী। মো. আলী শিশু শিক্ষার্থীকে বিয়ে করে বিপনীবাগ এলাকায় ফ্ল্যাট বাসা নিয়ে বসবাস করতো।
ওই স্কুলছাত্রী বলে, ‘আমার বাবা-মাকে হত্যার হুমকি দিয়ে মো. আলী আমাকে বিভিন্ন প্রলোভনে ফেলে গত ২৫ জানুয়ারি জোর করে বিয়ে করে। বিয়ের পর দিন মো. আলী আমার সঙ্গে শারিরিক সম্পর্ক করতে গেলে আমি বাধা দিই। তখন আলী আমার গলা টিপে ধরে এবং বাবা-মাকে মেরে ফেলবে বলে ভয় দেখায়। তারপর বিভিন্ন স্থানে আমাকে রেখে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।’
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও ওসি আ. রশিদ ইউএনবিকে জানান, অভিযুক্ত মো. আলীকে সোমবার ভোর ৩টায় তার বাসা থেকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।