তারা হলেন- চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার লাভলী আক্তার (৩০), হাজীগঞ্জের উপজেলার রামপুর গ্রামের সুশীল সাহা (৬০) ও পার্শ্ববর্তী জেলা লক্ষীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের মোহাম্মদ হোসেন (৬৩)।
সংশ্লিষ্টরা জানায়, লক্ষ্মীপুরের মোহাম্মদ হোসেনকে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পৌনে ৭টার দিকে তিনি মারা যান।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর সদরের লাভলী আক্তারকে হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হলে রাত ১টার দিকে তিনি মারা যান।
অন্যজন হাজীগঞ্জের রামপুর গ্রামের সুশীল সাহাকে গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হলে পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
চাঁদপুর আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, 'এ ধরনের রোগীদের শেষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে আমাদের কিছু করার থাকে না। আমরা তখন অসহায় হয়ে যাই।’
জেলা সিভিল সার্জন ডা. মো সাখাওয়াতউল্লাহ জানান, উপজেলা পর্যায়ে অক্সিজেন সিস্টেম ও ভেন্টিলেটর নেই। থাকলে মুমূর্ষু রোগীদের সাপোর্ট দেয়া যেতো।