চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা। বুধবার বিকালে লাশগুলো উদ্ধার করে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ নিয়ে এ ঘটনায় চারজন মারা গেল।
উদ্ধাররা হলেন - আলাতুলির ছয়রশিয়া এলাকার হযরত আলীর ছেলে নিজাম উদ্দিন (৫৭), একই এলাকার মৃত সহোরাব আলীর ছেলে আব্দুর রহমান (৬২) ও চর দেবীনগর এলাকার সুমন আলীর ছেলে পাখি (১৪)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ও আলাতুলি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ৩
তারা জানান, আজ বুধবার বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে জেলার হড়মা ও পার্শ্ববর্তী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর এলাকায় পদ্মা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উল্লেখ্য, সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মধ্যচর এলাকা থেকে চীনা ফসল নিয়ে ৭ থেকে ৮ জন একটি ছোট ডিঙ্গি নৌকায় বাড়ি ফিরছিল। দুপুর দেড়টার দিকে ছয়রশিয়া আসার পথে রাণীনগরের টিকর পাড়া এলাকার কাছাকাছি হঠাৎ করে ঝড়ো হাওয়ায় নৌকাটি নদীতে ডুবে যায়।
এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন ডুবে যায়।
পরে স্থানীয়রা নদী থেকে এনামুল হক নামে একজনের লাশ উদ্ধার করলেও নিখোঁজ থাকে বাকি তিনজন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হাতকড়া নিয়ে পালানোর ৩২ দিন পর আসামি গ্রেপ্তার