চাঁপাইনবাবগঞ্জ সদরে স্কুলের পিকনিক বাস উল্টে বাসের চালক ও সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
রবিবার সকালে জেলার উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, একটি বাসে করে শিবগঞ্জ উপজেলার দু’টি স্কুল এইচএম হাইস্কুল ও বেল আফরোজা হাই স্কুলের প্রায় ৬০ শিক্ষার্থী ও শিক্ষকরা পিকনিকের উদ্দেশে দিনাজপুরের স্বপ্নপুরী যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাওয়েল এলাকায় বাসের সামনের একটি চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসের চালক ও সহকারীসহ অন্তত ২০জন আহত হয়।
আরও পড়ুন: খুলনায় চায়ের দোকানে বোমা বিস্ফোরণে আহত ৩
খবর পেয়ে ফায়ার সার্ভিস দল তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, আহতদের মধ্যে হাসপাতালে ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আর গুরুতর আহত হওয়ায় বাসের সহকারী অপু ও দুলাল নামে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।