চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার সময় গাড়িচাপায় প্রশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বারঘরিয়ায় অবস্থিত সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর এ ঘটনা ঘটে।
প্রশিক্ষক গোলাম রসুল (৫২) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর মহল্লার মৃত আলাউদ্দিন মণ্ডলের ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক পদে কর্মরত।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন গোলাম রসুল।
একপর্যায়ে হঠাৎ করে চালকের আসনে থাকা এক শিক্ষার্থী গাড়ি পেছনে নেওয়ার চেষ্টা করলে চাপা পড়ে গুরুতর আহত হন গোলাম রসুল। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।