চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসন ঘোষিত সর্বাত্মক লকডাউন চলছে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ১০৭ জন।
শনিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্য দাঁড়াল ২ হাজার ৩৪৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১২৯ জন এবং মারা গেছেন ৫৪।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে আরও ৪ মৃত্যু, লকডাউন চলছে
এদিকে চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসন ঘোষিত সর্বাত্মক লকডাউনের আজ ১২তম দিন চলছে। আজও ওষুধ, খাবার দোকান ও মুদিখানা ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ আছে। পণ্যবাহী ট্রাক ছাড়া দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় মানুষের চলাচল তেমন নেই বললেই চলে।
জেলায় লকডাউন কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এই কার্যক্রম পরিচালনা করেতে বিভিন্ন স্থানে পুলিশের ২৭টি চেকপোস্ট বসানো হয়েছে।
আরও পড়ুন: করোনার সংক্রমণ রোধে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী লকডাউন শুরু
এ ছাড়া বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।