চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৭৫০ গ্রাম হেরোইন জব্দ, যুবক আটক
একটি টহল দল রবিবার রাত ১১টার দিকে সোনামসজিদ সীমান্তের ১৮৪/৫ নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে তোহাখানা এলাকা থেকে দুই জনকে দেখতে পায়। এসময় টহল দল তাদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২০ লাখ টাকা।
আরও পড়ুন: গাজীপুরে হেরোইন-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।