এ ঘটনায় রবিবার সকালে সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এর আগে শনিবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার দিবাগত রাতে শ্রীরামপুর সেচ প্রকল্পের নালায় একটি লাশ পড়ে থাকতে দেখে ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম থানায় খবর দেন। পরে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মা-মেয়ে ও ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং নিহত ব্যক্তির মুখে রুমাল ঢোকানো ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১০-১২ দিন আগে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
আরও পড়ুন: কর্ণফুলিতে নৌকাডুবি: নিখোঁজ যাত্রীদের সন্ধানে অভিযান চলছে