চুয়াডাঙ্গায় একটি মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার শহরতলীর দৌলতদিয়ার দক্ষিণ পাড়া মন্দিরে দুস্কৃতিকারীরা এই প্রতিমা ভাঙচুর করে বলে সনাতন ধর্মাবলম্বী নেতারা জানিয়েছেন।
এই ঘটনায় সমগ্র চুয়াডাঙ্গা জেলায় দূর্গাপূজা আয়োজকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এমন ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, এএসপি (সদর) কনক কুমার দাস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসিন পিপিএম।
আরও পড়ুন: নিকলীতে প্রতিমা ভাংচুরের ঘটনায় আটক ৫, একজনের স্বীকারোক্তি
ওসি জানান, কি কারণে এধরনের ঘটনা ঘটেছে পুলিশ তা তদন্ত করছে।
জেলার নেতৃবৃন্দ জানায়, কারিগররা প্রতিমার কাজ করে রাতে বিশ্রামে চলে যায় । বিকেলে এসে ভাঙচুরের ঘটনা দেখতে পেলে পুলিশে খবর দেয়।
এদিকে আজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতারা আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে। অন্যথায় তারা কঠোর কর্মসুচি ঘোষণা করবেন বলে জানান।
আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে ভারতে গেলো ২০৯ মেট্রিক টন ইলিশ