মানসিক প্রতিবন্ধীসহ অসাবধানতাবশত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই যুবককে আটক করে। তাদের দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬)।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বড়বলদিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মুকুল ও একই এলাকার বুদু মিয়ার ছেলে মানসিক প্রতিবদ্ধী সাগর।
খবর পেয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। গতরাতে (বৃহস্পতিবার) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ৫.৬ কোটি টাকার মাদক উদ্ধার: বিজিবি
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, গতকাল বিকালে বিএসএফ কর্তৃক নির্মিত কাঁটাতারের বেড়া দেখার জন্য সীমান্ত ৮৪/৭২-টি পিলারের নিকট যায় মুকুল ও সাগর। এ সময় ভুলবশত দু’জনেই শূন্য লাইন অতিক্রম করার সময় ৫৪ বিএসএফ ব্যাটালিয়নের কাদিপুর বিএসএফ ক্যাম্পের সদস্য কর্তৃক আটক হয়।
পরবর্তীতে বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক প্রতিপক্ষ ৫৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট-এর সঙ্গে যোগাযোগ করেন। এসময় তিনি অসাবধানতাবশত সীমান্ত অতিক্রমকারী বাংলাদেশি নাগরিকদ্বয়কে ফেরত দেয়ার বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে ৮৪/৮৪-টি পিলারের নিকট বিজিবি বড়বলদিয়া-বিএসএফ কাদিপুর ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনা হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন: বিজিবির প্রতি প্রধানমন্ত্রী
জাতি ২০০৯ সালের ফেব্রুয়ারির পুনরাবৃত্তি চায় না: বিজিবি সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী