চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা এলাকা থেকে স্বর্ণ পাচারের অভিযোগে রেজাউল ও ইসরাফিল নামে দুই যুবককে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আরও পড়ুন: সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে ৭টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
বুধবার (৩১ জুলাই) দুপুরে দর্শনা পৌর শহরের কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, লোকনাথপুর এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি তাদের সন্দেহ হয়। তখন ওই মোটরসাইকেলটি অনুসরণ করে দর্শনা কাঁচাবাজার এলাকা পর্যন্ত পৌঁছালে গাড়িটি গতিরোধ করা হয়।
এসময় মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে মোটরসাইকেলের দুই আরোহী। পরে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। এর মধ্যে রেজাউলের কোমরের বেল্টের সঙ্গে জড়ানো একটি কাপড়ের ব্যাগ জব্দ করা হয়। ওই ব্যাগের ভেতর থেকে চারটি স্বর্ণের বার পাওয়া যায়।