সিলেটের জকিগঞ্জে শুক্রবার সকালে প্রায় ৪০ লাখ টাকার ইয়াবা চালান জব্দ করা হয়েছে। এসময় দুজনকে আটক করার দাবি করেছে পুলিশ।
আটক দুজন হলেন-উপজেলার খলাছড়া ইউপির কাপনা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রেহান উদ্দিন (৩৩) এবং একই ইউপির দক্ষিণ ভূঁইয়ারমোড়া গ্রামের আব্দুস সালামের ছেলে বাবুল আহমদ (২৯)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
জানা যায়, শুক্রবার সকালে পুলিশের একটি দল মাদক উদ্ধারে চেকপোস্ট বসায়। সকাল সাড়ে সাতটার দিকে নূরজাহান পরিবহন নামের একটি সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টে আসলে তল্লাশি চালিয়ে তা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।
তিনি জানান, সোর্সের তথ্যানুসারে আমরা তল্লাশি চৌকি বসিয়ে সিএনজি চালিত অটোরিকশা আটক করি। এসময় প্রায় ৪০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছি।
তিনি বলেন, এ ঘটনায় দুজনকে সিএনজিচালিত অটোরিকশাসহ আটক করি। মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট নিয়ে কালিগঞ্জে যাচ্ছিল।
তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চট্টগ্রামে সাড়ে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২