জয়পুরহাটের আক্কেলপুরের রায়কালী গ্রামের কৃষক মোয়াজ্জেম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ মো. নূর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামের আকরাম সাখিদার, মুক্তার হোসেন, এনজার হোসেন ও এনামুল হক।
এ মামলায় পাঁচজন অভিযুক্ত হলেও বিচার চলাকালীন সময়ে হাবেজ উদ্দীন নামে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে এ মামলার অভিযোগ থেকে বাদ দেওয়া হয়।
আরও পড়ুন: জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৭ সালের ১৭ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে আসামিদের অতর্কিত হামলায় কৃষক মোয়াজ্জেমসহ ওই গ্রামের কয়েকজন আহত হন। পরে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক মোয়াজ্জেমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওইদিনই নিহতের বাবা মোসলেম উদ্দিন আক্কেলপুর থানায় পাঁজজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় ওই বছরের ৩০ নভেম্বর ৫ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর আদালত বৃহস্পতিবার এ রায় দেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।
আরও পড়ুন: জয়পুরহাটে সেনা সদস্যকে লাঠিপেটা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২