জয়পুরহাটের কালাইয়ে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই ছেলে ও দুই পুত্রবধূকে আটক করা হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) উপজেলার শিকটা গ্রামে নিজের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বাবুগঞ্জে বিএনপি নেতার স্ত্রীকে গলাকেটে হত্যা!
নিহত সৈয়দ আলী আকন্দ (৭১) কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা উত্তর পাড়া গ্রামের মৃত মোতারাজ আলীর ছেলে৷
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সৈয়দ আলী। শুক্রবার সকালে ছেলের বউ শ্বশুরকে ডাকতে গিয়ে গলাকাটা অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতলের মর্গে পাঠায়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে তৈয়ব আলী, নাজমুল ও তাদের স্ত্রী এজিনা ও রাহিমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: ফতুল্লায় মেহমান হয়ে এসে কবিরাজকে গলাকেটে হত্যার অভিযোগ