জেলার পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তবর্তী রতনপুর-সালুয়া মাঠে আমন ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ মাগুরায় বজ্রপাতে কৃষক মৃত্যু
নিহত দুলাল হোসেন (৫৯) উপজেলার রতনপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে ও মোফাজ্জল হোসেন (৫২) একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, রতনপুর গ্রামের কয়েকজন কৃষক আমন ধান রোপনের কাজ করতে পার্শ্ববর্তী রতনপুর-সালুয়া মাঠে যান। হঠাৎ বৃষ্টিপাত ও বিদ্যুৎ চমকানো শুরু হলে তারা ধান ক্ষেত থেকে মাঠের মধ্যে থাকা একটি গভীর নলকূপের সেচ ঘরের ভেতরে চার জন আর বাইরের বারান্দায় গিয়ে দুজন দাঁড়ায়। এসময় হঠাৎ সেখানে বজ্রপাত হলে ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকা দুই কৃষকের মৃত্যু হয়। এতে ঘরের ভেতরে থাকা চার কৃষকও গুরুতর আহত হন।
আরও পড়ুনঃ পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ১
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যান।