ভোলার লালমোহনে গণটিকা নিতে গিয়ে ইউনিয়ন পরিষদের ভবনে মানুষের চাপে রেলিং ভেঙে নারী ও শিশুসহ কমপক্ষে আটজন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করেছে। তবে এদের মধ্যে কয়েকজনকে ভোলা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার লালমোহনের কালমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনের রেলিং ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১ টার দিকে লালমোহনের কালমা ইউনিয়ন পরিষদের ভবনের টিকাদান কেন্দ্রে সকাল থেকে বিভিন্ন বসয়ী নারী-পুরুষরা টিকা নিতে ছুটে যায়। এ সময় টিকা নিতে আসা মানুষের চাপে দোতালা ভবনের রেলিং ভেঙে নিচে পরে কমপক্ষে আটজন আহত হয়। আহতদের মধ্যে পারুল বেগম, পারভিন বেগম, নিবিয়া বেগম, রোমানা বেগম, সীমা বেগম ও শিশু জুলেখা বেগমের নাম পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতরদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসাসহ বিভিন্ন প্রকার সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
আরও পড়ুন: গণটিকাদানের মেয়াদ আরও দুইদিন বাড়লো