কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পণ্য নিয়ে আসা একটি জাহাজ থেকে ঝড়ের তাণ্ডবে নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে টেকনাফ বন্দরে থাকা ‘যাবুঅং’ জাহাজ থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত শৌমিং (৭১) পণ্যবাহী জাহাজটি ঘূর্ণিঝড়ের কবলে পড়লে ডেক থেকে পড়ে যান। তিনি মিয়ানমারের নাগরিক। তিনি ওই জাহাজের বাবুর্চি ছিলেন।
এছাড়া ঝড়ের সময় নিখোঁজ এক শিশুর লাশ পরে টেকনাফ পৌরসভার একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। সোহেনা (৯) নামের শিশুটি টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের জালিয়াপাড়ার বাসিন্দা জাফর আলমের মেয়ে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।
টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, এক সপ্তাহ আগে ‘যাবুঅং’ নামক জাহাজটি মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়। ওই জাহাজে মিয়ানমারের এই নাগরিক বাবুর্চির দায়িত্বে ছিলেন। রান্না শেষে খাবার পরিবেশনের সময় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে ঢেউয়ের আঘাতে জাহাজের ডেক থেকে নিচে পড়ে যান তিনি। এতে তার মৃত্যু হয়।