কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে জয়নব আরা বেগম (৪৮) নামের এক নারীর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার সকালে পৌনে ১০ টায় পোড়াদহ রেলওয়ে স্টেশনে স্বজনসহ শত শত মানুষের চোখের সামনেই এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নব আরা বেগম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ী ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের আহাম্মদ আলীর স্ত্রী। তিনি পাটিকাবাড়ি ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য ছিলেন।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারের বন্দি নাইজেরিয়ান নারীর মৃত্যু
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেক্স টেনে রাজশাহী যাওয়ার জন্য পোড়াদহ স্টেশনে অপেক্ষা করছিলেন জয়নব আরা বেগম। তিনি রাজশাহীতে ডাক্তারের কাছে যাওয়ার জন্য যাচ্ছিলেন। ট্রেন আসলে দ্রুত ট্রেনে উঠতে গেলে পা পিছলে পড়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাড়ীর ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু