ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) বিকালে উপজেলার পৌরশহরে ঘটনাটি ঘটেছে।
মৃত সন্তোষ রায় (১৯) উপজেলার রাণী ভবানীপুর গ্রামের অমেন চন্দ্রের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
অন্যদিকে, আহত শিষনাথ (২০) একই গ্রামের রবেন চন্দ্রের ছেলে।
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, রাণীশংকৈল পৌরশহরের কলেজ পাড়ায় চুন্নু কর্মকারের বাড়িতে ইলেকট্রিক ও টাইলস এর কাজ করছিলেন চারজন শ্রমিক। কাজের ফাঁকে একসময় মিস্ত্রি সন্তোষ ঘরের ছাদে উঠে লোহার রড দিয়ে পাকা আম পাড়ছিলেন।
এ সময় রাস্তার খুঁটির উপরে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে রড জড়িয়ে গেলে প্রচণ্ড শক পান তিনি। অজ্ঞান অবস্থায় তাকে অটোরিকশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
সন্তোষকে বাঁচাবার জন্য সাহায্য করতে গিয়ে শিষনাথ আহত হয়। তাকে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, বিষয়টি শুনে আমি একজন এসআইকে (উপপরিদর্শক) দ্রুত ঘটনাস্থলে পাঠিয়েছি এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি।
এ নিয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো শিশুকে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট