ঠাকুরগাঁও সদর উপজেলায় বরুনাগাঁও গ্রামে ছেলের লাঠির (কাঠের চেলা) আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
নিহত নূর ইসলাম (৬৫) ওই এলকার মৃত সিদ্দিক আলীর ছেলে।
এ ঘটনায় নূর ইসলামের ছেলে হাসিবুল ইসলামকে (৩২) আটক করা হয়েছে।
আরও পড়ুন: পলাশবাড়িতে বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই ‘খুন’
জানা যায়, সোমবার সকালে নূর ইসলামকে তার ছেলে হাসিবুল ইসলাম একটি কাঠের চেলা দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় এলাকার লোকজন নূর ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর নিয়ে যাওয়ার পথেই নূর ইসলামের মৃত্যু হয়।
সদর থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম পরিবারের লোকজনের বরাত দিয়ে বলেন, আগের দিন বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করেই সম্ভবত এই হত্যাকাণ্ড হতে পারে। তারপরও আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে।
আরও পড়ুন: সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে খুনের মামলায় চার্জশিট দাখিল
তিনি আরও বলেন, এ ঘটনায় ছেলে হাসিবুল ইসলাম হাসুকে গ্রেপ্তার করা হয়েছে ও নিহত নুর ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে তালাকপ্রাপ্ত স্বামীর হাতে গৃহবধূ খুন
সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।