ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে গোসল করতে নেমে ইয়াসমিন ও তসলিমা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার খঞ্জনা এলাকার কুলিক নদীতে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: আড়াইহাজারে সাপের কামড়ে শিশুর মৃত্যু
নিহতরা হলো- খঞ্জনা গ্রামের ইব্রাহিমের একমাত্র মেয়ে ইয়াসমিন (১০) এবং দিনাজপুর সদর রেলস্টেশন এলাকার ইউসুফ আলীর একমাত্র মেয়ে তসলিমা (৮)।
নদীতে ডুবে দুই শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লেহেম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে তারা দুইজন মিলে খেলছিল। পরে তারা দুইজন সকলের অগোচরে কুলিক নদীতে গোসল করতে নেমে ডুবে যায়৷
দীর্ঘসময় তারা ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকেন। একপর্যায়ে নদীর পানিতে দুইজনের লাশ ভেসে উঠতে দেখেন তারা।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ যুবকের মৃত্যু