ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর মা ও দুই সন্তানের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাসিমা বেগম (৪০) এবং তার দুই ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)।
আরও পড়ুন: গাজীপুরের টঙ্গীতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর থেকে দুই সন্তানসহ নাসিমা বেগম নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিলেন না।
পরে বুধবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদীতে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় স্বজনরাও ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন।
মাজেদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, লাশ তিনটির হাত মায়ের ওড়না দিয়ে বাঁধা ছিল। অনেকে ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আবার কেউ কেউ বলেছেন পরিবারের সঙ্গে অভিমান করে মা সন্তানদের হাত বেঁধে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, গতকাল বুধবার গভীর রাত পর্যন্ত তাদের খোঁজ করা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। আজ তাদের লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধারের সময় মায়ের পরনের ওড়না দিয়ে ছেলেদের হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করতে ছেলেদের হাত বেঁধে মা নদে ঝাঁপ দেন। এ ঘটনায় পেছনে কোনো প্ররোচনা থাকতে পারে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার