ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিপক্ষের মারপিটে আহত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উপজেলার কিশমত শুখানপুকুরী গ্রামে রবিবার রাতে তিনি মারা যান।
নিহত আব্দুল মমিন (৩০) একজন মিষ্টি ব্যবসায়ী। পঞ্চগড় জেলার বোদা বাজারে তার একটি মিষ্টির দোকান রয়েছে।
নিহতের বাবা আব্দুল জলিল জানান, গত বুধবার মমিনের দোকানের কর্মচারী সুজিত কুমার সরকারের সাথে মিষ্টির দোকানের ছানা চুরিকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ সময় সুজিত কুমার সরকার বহিরাগত লোকজন নিয়ে মমিনকে বেধড়ক মারধর করে ও বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। মারপিটের ঘটনাটি নিয়ে বোদা বাজার বণিক সমিতির মধ্যস্থতায় বৈঠক হলে ১৫ দিনের মধ্যে মমিনের জামানতের টাকা ফেরত সাপেক্ষে দোকান ঘর ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি জানান, মারধরের কারণে রবিবার মমিন অসুস্থ হয়ে পড়েন ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এসে চিকিৎসা নেন। পরে বাসায় ফিরে গেলে তিনি আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সন্ধ্যায় মারা যান।
মমিনের মৃত্যুর জন্য পাশ্ববর্তী জেলার বোদা উপজেলার বগুলাডাঙ্গী হলপাড়া হাজীপুর গ্রামের সুকুমার সরকারের ছেলে সুজিত কুমার সরকারকে দায়ী করছেন আব্দুল জলিল।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, বিষয়টি জানার পরপরই মমিনের বাসায় গিয়ে লাশ উদ্ধার করা হয়। সুরতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এস আই জানান, মমিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।