মেঘনা নদীতে ডাকাতি মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলার সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ানম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নীলকমল ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ।
গ্রেপ্তার সালাহউদ্দিন ওই ইউনিয়নের কামাল সরদারের ছেলে এবং একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ৪নং নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: চাঁদাবাজি মামলায় খুলনায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই কারাগারে
পুলিশও মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালে ২ জুলাইয়ে ট্রলার মালিক সাদ্দামের অভিযোগের ভিত্তিতে মতলব উত্তরের মোহনপুর নৌ-থানায় একটি ডাকাতি মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারকৃত আসামি সোহাগ বেপারীকে পুলিশের জিজ্ঞাসাবাদে করলে তিনি ডাকাতির ঘটনায় সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন অন্যতম আসামি বলে স্বাকারোক্তি দেন।
আরও পড়ুন: আ’লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন: ছেলেসহ ইউপি চেয়ারম্যান আটক
নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাবুল বালা ও ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার সালাহউদ্দিন সরদারের বিরুদ্ধে মতলব উত্তরে একটি ডাকাতি মামলা রয়েছে। ওই মামলার অন্যতম আসামি সোহাগ বেপারীর স্বীকারোক্তিতে শনিবার (১৭ সেপ্টেম্বর) ৪নং আসামি হিসেবে সালাহউদ্দীনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ইউপি নির্বাচনের সহিংসতা: মানিকগঞ্জে আ’লীগ নেতার ছেলে গ্রেপ্তার
ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে শনিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়।