ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযান চলাকালীন বুধবার গুলশানের একটি ভবন থেকে লাফ দিলে এক তরুণীর মৃত্যু হয়।
ফারজানা বেগম (১৮) খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা জাহিদ হাসানের স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর খিলক্ষেতে থাকতেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ডিএনসিসির অভিযান পরিচালনার সময় স্পা সেন্টারের একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে গুরুতর আহত দুই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুন: বরগুনায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কৃষকের আত্মহত্যা!
ফারজানাকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং অপরজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।
অভিযানে অংশ নেয়া একজন কর্মকর্তা জানান, ডিএনসিসির একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য ঘটনাস্থলে পৌঁছালে ওই নারীরা পড়ে যান।
ফারজানার স্বামী জানান, বুধবার সকাল ১১টার দিকে তার স্ত্রী ও তার বড় বোন আফসানা স্পা করার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি জানতে পারেন যে ফারজানা দুর্ঘটনার শিকার হয়েছে এবং তার বড় বোনকে থানায় আটক করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মোবাইল না কিনে দেয়ায় কিশোরের আত্মহত্যা!